স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আক্তারুন নেছা দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শুক্রবার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০টায় প্রথম পর্বে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২.৩০ মিনিটে। দ্বিতীয় পর্বে দুপুর ২টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ :৩০ মিনিটে।
পরীক্ষায় অংশ নেয় উপজেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫৩জন শিক্ষার্থী। মেধাবৃত্তির পরীক্ষায় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জুড়ী টিএইচ খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এ এফ এম ফৌজি চৌধুরী ও শহীদুল ইসলাম তনয়। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন তোফায়েল আহমদ ডালিম ও হল সুপারের দায়িত্বে ছিলেন সোহেল আহমদ। পরীক্ষার হল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খুরশিদ উল্ল্যাহ, ময়ুব উদ্দিন আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আজাদুর রহমান আজাদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারহান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
পরীক্ষা নিয়ন্ত্রক তোফায়েল আহমদ ডালিম জানান, পরীক্ষাটি সুষ্টু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিবছর আমাদের এ মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে। কিছুদিনের মধ্যে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করবো।