দিনাজপুরের উন্নয়ন কনসার্টে দর্শক মাতালেন মমতাজ-আঁখি আলমগীর


অনলাইন ডেস্কঃ বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ, জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর, সুজন আরিফ, শুভ এন্ড ফ্রেন্ড শিল্পীরা গানে গানে মাতিয়েছেন দিনাজপুরের লক্ষাধিক দর্শককে।

জনপ্রিয় কন্ঠশিল্পী জেমস্’র ‘‘পাগলা হাওয়া’’ গানটি শিল্পী আকতার হোসেন মার্শাল ও জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর ‘‘সেই তুমি কেন এত অচেনা হলে’’ শিল্পী মীর নয়নের এ গান দুটি দিয়েই উন্নয়ন কনসার্ট শুরু হয়।
জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘‘সেই তুমি কেন এত অচেনা হলে’’ গানটি গাওয়ার পর আনন্দ, উৎসব বিষাদের মধ্যেও দিনাজপুর মাতালেন মমতাজ ও আখি আলমগীর।

গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত “উন্নয়ন কনসার্ট”-এ উপস্থিত লক্ষাধিক দর্শককে তারা গানে গানে মাতিয়ে রাখেন।

তারুণ্যের দুর্বার উদ্যম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে নতুন শক্তির বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা উদযাপন করতে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করে কনসার্টের।

কনসার্ট উপভোগ করার জন্য দুপুর থেকে দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসতে শুরু করে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানের পার্ক সাইডে। বিকেল ৪টা বাজতে না বাজতেই কানায় কানায় ভর্তি হয়ে যায় বড় ময়দানে স্থাপিত কনসার্টস্থল। একে একে শিল্পীরা গান পরিবেশন করার পর রাত ৮টায় মঞ্চে আসেন জনপ্রিয় কন্ঠশিল্পী আখি আলমগীর। এরপর রাত সাড়ে ৯টায় মঞ্চে উঠেন লোক সঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি। বিভিন্ন জনপ্রিয় গানের তালে নেচে নেচে মেতে উঠে দর্শকরা। বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে বিভিন্ন সঙ্গীত মোহিত করে দর্শকদের। গভীর রাত পর্যন্ত দর্শক মেতে থাকেন এই কনসার্টে।

কর্নসাট শুরুর সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, দিনাজপুর আর শুধু লিচু, আম ও চালের জেলা নয়। গত ১০ বছরে দিনাজপুরে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, ১৫০কোটি টাকা ব্যায়ে পাওয়ার স্টেশন নির্মাণ করা হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে আহ্বান জানানো হয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজুকে।

Post a Comment

Previous Post Next Post