‘অবশ্যই আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি’


স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবে কি খেলবেন না দেশটির সেরা তারকা লিওনেল মেসি- তা নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। কারণ, রাশিয়া বিশ্বকাপের পর আপাতত এক বছরের জন্য জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার মহাতারকা। এরপর থেকেই নানা জ্বল্পনা-কল্পনা, মেসি কি কৌশলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন? নাকি সত্যি সত্যি বিরতি নিয়েছেন।

একের পর এক আলোচনা আর সমালোচনার জন্ম দিচ্ছে মেসির এই ঘোষণা। আর্জেন্টিনা দলের বর্তমান কোচ লিওনেল স্কোলানি আবার দলের ১০ নম্বর জার্সিটা তুলে রেখেছেন। ওটা মেসির। তিনি অবসরের ঘোষণা না দেয়া পর্যন্ত জার্সিটা আর কাউকে দিতে রাজি নন তিনি। তার বিশ্বাস, মেসি ফিরবেনই এবং ১০ নম্বর জার্সিটা আবার পরে নেবেন।

আবার দু’দিন আগে আর্জেন্টাইন কিংবদন্তি, ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনা মেসির প্রতি পরামর্শ দিয়েছেন, তিনি যেন আর আর্জেন্টিনা জাতীয় দলে না ফেরেন। এই যখন পরিস্থিতি, তখন মেসির কোচ (বার্সা কোচ) আর্নেস্তো ভালভারদে আত্মবিশ্বাসী, ‘মেসি আবার জাতীয় দলের হয়ে খেলবেনই।’

ইরাকে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটিও মিস করতে যাচ্ছেন মেসি। বার্সা কোচ ভালভারদে আর্জেন্টিনার ফক্স স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি দেখি যে, মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে যাচ্ছেন না, তাহলে বার্সায়ও তাকে অনেক বেশি বিশ্রাম দেয়া হবে। তবে আমরা জানি, মেসি চান জাতীয় দলের হয়ে খেলতে এবং তিনি অবশ্যই খেলতে যাবেন। বার্সার জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে, মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে গেলে সে নিজেও খুশি থাকে এবং দলের জন্য ভালো হয়।’

Post a Comment

Previous Post Next Post