ঢাকায় ৩০০ যাত্রী নিয়ে উড়োজাহাজের জরুরি অবতরণ


অনলাইন ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ । সোমবার রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, যাত্রীদের কোনো ক্ষতি হয়নি, তাদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতারের উদ্দেশে সোমবার সন্ধ্যায় ওই উড়োজাহাজটি উড্ডয়ন করে। এরপর উড়োজাহাজের পেছনের দুটি চাকায় ত্রুটি দেখা দেয়। পরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত ছিল। যাত্রীদের কোনো ক্ষতি হয়নি, তাদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post