জল-স্থলে উড্ডয়ন-অবতরণে সক্ষম যে প্লেন


অনলাইন ডেস্কঃ জল ও স্থল থেকে উড্ডয়ন বা অবতরণে সক্ষম চীনে বিশ্বের সবচেয়ে বড় উভচর প্লেনের সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘এজি৬০০’ নামের ওই প্লেনটি মসৃণভাবে উড্ডয়ন ও অবতরণ করে। দেশটির রাষ্ট্রীয় ফার্ম অ্যাভিয়েশন ইন্ড্রাস্ট্রি করপোরেশন অব চায়না এ উভচর প্লেন নির্মাণ করে।

শনিবার (২০ অক্টোবর) এজি৬০০ এর টেস্ট ফ্লাইট শেষ হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। চীনের হুবেই প্রদেশের জিংমেনে প্লেনটি আকাশ থেকে পানিতে অবতরণ করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্লেনটির কোড নাম ‘কুলং’। চার সদস্যের একটি দল প্লেনটি পরিচালনা করে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটে জাংহে জলাশয় থেকে এজি৬০০ উড্ডয়ন করে। এরপর আকাশপথে প্লেনটি ১৫ মিনিট চক্কর দিয়ে ফের পানিতে অবতরন করে।

এজি৬০০ প্লেনটি চারটি টার্বপ্রোপ ইঞ্জিন দিয়ে গঠিত। এছাড়াও এর উড্ডয়ন সীমা রয়েছে ১২ ঘণ্টা।

Post a Comment

Previous Post Next Post