কোট পয়েন্টে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা


অনলাইন ডেস্কঃ বর্তমান সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করতে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় জোড়ো হয়েছেন সিলেট আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। বুধবার (২৪ অক্টোবর) সকাল থেকেই ছোট ছোট মিছিল সহকারে তারা কোট পয়েন্টে এসে জড়ো হচ্ছেন।

এসময় 'জয় বাংলা', 'নৌকা নৌকা' সহ বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হচ্ছেন কোট পয়েন্টে।

এসময় কোট পয়েন্ট এলাকায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিলেটের বেশ কয়েকজন নেতৃবৃন্দদের দেখা যায়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ সরকারের ১০ বছর মেয়াদের সকল উন্নয়নের প্রচারপত্র বিলি করতেই আমরা এখানে জড়ো হয়েছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচী।

এই কর্মসূচী ঐক্যফ্রন্টের সাথে সাংঘর্ষিক হবে না জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ঐক্যফ্রন্টের সমাবেশের সাথে আমরা সাংঘর্ষিক না। তবে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে কোন ধরনের উস্কানিমূলক ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নগরীতে শো-ডাউন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। মঙ্গলবার দুপুরে দরগাহ মহল্লায় সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করেন তিনি। এসময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা তাঁর স্থানে ছিলেন।

এদিকে, আজকের  প্রচারপত্র বিলির এই কর্মসূচী সফল করতে মঙ্গলবার বর্ধিত সভাও করেছে মহানগর আওয়ামী লীগ।

Post a Comment

Previous Post Next Post