দেশে সময় মত নির্বাচন হবে : প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সময় মত নির্বাচন হবে। প্রয়োজন হলে নির্বাচনের জন্য সরকারের আকার ছোট করা হতে পারে।

সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জোট গঠনের স্বাধীনতা সবার আছে। তবে কারা জোট গঠন করেছে তা আগে দেখতে হবে। ঐকের নামে একটি স্বার্থনেষী মহল জোট গঠন করেছে।

সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা তুলে ধরেন। উল্লেখ করেন অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের কথাও।

Post a Comment

Previous Post Next Post