বেতার শিল্পীদের চাকরি স্থায়ীকরণ চায় সংসদীয় কমিটি


অনলাইন ডেস্কঃ বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্তীকরণের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দাবি করে কমিটির পক্ষ থেকে এসব শিল্পীর চাকরি স্থায়ী করে পেনশনসংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সিমিন হোসেন রিমি ও সাইমুম সরওয়ার কমল অংশ নেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post