অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী গ্রেফতার


অনলাইন ডেস্কঃ অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোশমা মানসুরকে আজ বুধবার গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

নাজিব রাজাকের স্ত্রীর আইনজীবী কুমারায়েনদ্রান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুর্নীতি দমন সংস্থা গ্রেফতার করেছে।

সম্প্রতি মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পরাজিত করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে। 
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার রোশমা মানসুরকে অর্থ পাচারের দায়ে অভিযুক্ত করা হতে পারে বলে খবরে বলা হচ্ছে। 

Post a Comment

Previous Post Next Post