স্পোর্টস ডেস্কঃ সর্বকালের অন্যতম সেরা তিনি। বর্তমান বিশ্ব ফুটবলের অবিসংবাদিত সেরা! সেই লিওনেল মেসিও পেনাল্টি মিস করেন! বিষয়টি মোটেও সুখের নয়। তা নাড়িয়ে দিয়েছে তাকেও। পেনাল্টি মিস রীতিমতো তার চোখের ঘুম কেড়ে নিয়েছে! খোদ নিজেই জানালেন, পেনাল্টি মিস নিয়ে ভীষণ চিন্তিত আমি। এ নিয়ে বিশেষ কাজ করছি।
গেল মৌসুমে আটটি পেনাল্টি নেন মেসি। যার চারটিই মিস করেন। তন্মধ্যে বিশ্বকাপের গ্রুপপর্বে আইসল্যান্ডের বিপক্ষে মিসও রয়েছে। সব মিলিয়ে ক্যারিয়ারে ২৪ পেনাল্টি মিস করেন তিনি। তার মতো খেলোয়াড়ের সঙ্গে যে পরিসংখ্যান মোটেও যায় না।
তবে বসে নেই ছোট ম্যাজিসিয়ান। পেনাল্টি ব্যর্থতার খতিয়ান পাল্টাতে মরিয়া তিনি। অনুশীলনে তা নিয়ে করছেন বিশেষ কাজ।
কাতালুনিয়া রেডিওকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, পেনাল্টি মিস আমাকে ভাবিয়ে তুলেছে। তা নিয়ে কাজ করছি। পেনাল্টি থেকে নিয়মিত গোল পেতে চাই। স্পট কিকে আরও বেশি সফল হতে চাই।
তবে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার খুব ভালো করেই জানেন পেনাল্টিতে সফল হওয়া অতটা সহজ নয়। অনুশীলনে নেয়া এবং ম্যাচে নেয়া শটের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আলাদা দৃষ্টিভঙ্গি ও টেম্পারামেন্ট লাগে।
মেসি বলেন, পেনাল্টি থেকে গোল করা অনেক কঠিন। এক মনোভাব নিয়ে শট নিতে যাওয়া হয়। টাইমিংয়ে মিলে গেলে কোনো সমস্যা নেই। আবার গোলরক্ষকের অবস্থান দেখে পরে মনোভাবও পাল্টাতে হয়। এক্ষেত্রে একটু গড়বড় হলেই সব শেষ। গোলরক্ষকরা সবসময় সফল হতে চাই। অনুমান ঠিক হলে তারা সফলও হয়।
ওয়ান্ডারম্যান আশ্বস্ত করেন, তবে এটুকু নিশ্চিত। আমি পেনাল্টিতে উন্নতি করতে চাইছি। সামনে সফল হতে চাই।
গেল মৌসুমে আটটি পেনাল্টি নেন মেসি। যার চারটিই মিস করেন। তন্মধ্যে বিশ্বকাপের গ্রুপপর্বে আইসল্যান্ডের বিপক্ষে মিসও রয়েছে। সব মিলিয়ে ক্যারিয়ারে ২৪ পেনাল্টি মিস করেন তিনি। তার মতো খেলোয়াড়ের সঙ্গে যে পরিসংখ্যান মোটেও যায় না।
তবে বসে নেই ছোট ম্যাজিসিয়ান। পেনাল্টি ব্যর্থতার খতিয়ান পাল্টাতে মরিয়া তিনি। অনুশীলনে তা নিয়ে করছেন বিশেষ কাজ।
কাতালুনিয়া রেডিওকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, পেনাল্টি মিস আমাকে ভাবিয়ে তুলেছে। তা নিয়ে কাজ করছি। পেনাল্টি থেকে নিয়মিত গোল পেতে চাই। স্পট কিকে আরও বেশি সফল হতে চাই।
তবে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার খুব ভালো করেই জানেন পেনাল্টিতে সফল হওয়া অতটা সহজ নয়। অনুশীলনে নেয়া এবং ম্যাচে নেয়া শটের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আলাদা দৃষ্টিভঙ্গি ও টেম্পারামেন্ট লাগে।
মেসি বলেন, পেনাল্টি থেকে গোল করা অনেক কঠিন। এক মনোভাব নিয়ে শট নিতে যাওয়া হয়। টাইমিংয়ে মিলে গেলে কোনো সমস্যা নেই। আবার গোলরক্ষকের অবস্থান দেখে পরে মনোভাবও পাল্টাতে হয়। এক্ষেত্রে একটু গড়বড় হলেই সব শেষ। গোলরক্ষকরা সবসময় সফল হতে চাই। অনুমান ঠিক হলে তারা সফলও হয়।
ওয়ান্ডারম্যান আশ্বস্ত করেন, তবে এটুকু নিশ্চিত। আমি পেনাল্টিতে উন্নতি করতে চাইছি। সামনে সফল হতে চাই।