স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের বৃহত্তর জালালপুর উন্নয়ন সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ২১ সেপ্টেম্বর শুক্রবার রাতে স্থানীয় মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এই কমিট ঘোষনার মাধ্যমে আনুষ্টানিক ভাবে যাত্রা শুরু হয় জালালপুর উন্নয়ন সংস্থা নামক সামাজিক সংগঠনটির ।
সমাজসেবী রাসেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সর্বসম্মতিক্রমে জালালপুর উন্নয়ন সংস্থার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি মাহফুজুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ মোজাহিদ আলী, কামরুজ্জামান হাসান, মোঃ নাদের উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন ইমানী, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালিক মারুফ, মোঃ শাহাদাত হোসেন সাজু, মোঃ জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান অপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, রুহুল আলম তারেক, মোঃ দিলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক উজ্জ্বল আহমেদ নাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ সজল, সহ দপ্তর সম্পাদক মোঃ সানাউল করিম শিবলু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কারী মইন উদ্দিন, ক্রীড়া সম্পাদক সিপন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান গনি নোমান, সমাজ কল্যাণ সম্পাদক শাহ মোহাম্মদ সালমান আলী সৌরভ, কার্যকরী সদস্য মোঃ হাসান আহমদ, সালমান রাব্বী মুন, হুসাইন আহমদ কনন।
উল্লেখ্য, বৃহত্তর জালালপুরের উদীয়মান, তরুণ শিক্ষিত সমাজকর্মীদের নিয়ে গত ১৩ জুলাই জালালপুর উন্নয়ন সংস্থা নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। দীর্ঘ দুই মাস যাচাই বাছাইয়ের পর ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এ কমিটি জালালপুরের উন্নয়নে কাজ করে যাবে ।