সিলেটে আরও বৃষ্টির আশঙ্কা


অনলাইন ডেস্কঃ বুধবারের মতো আজ বৃষ্পতিবারও সিলেটে বৃষ্টি হতে পারে। এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবারের মতো বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। সিলেটের কিছু জায়গায় হালকা থেকে বৃষ্টি ও কিছু জায়গায় ভারি বৃষ্টি হতে পারে।

বুধবারের বৃষ্টিতেই নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ তা অব্যাহত থাকলে নগরবাসীর দূর্ভোগ আরও বাড়তে পারে।

এদিকে সিলেট ছাড়াও রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

Post a Comment

Previous Post Next Post