কুলাউড়ায় রাসেল খান সংবর্ধিত


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া'র প্রাচীনতম বিদ্যাপীঠ নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ৯৭' ব্যাচ এর সদস্য স্পেন প্রবাসী রাসেল খানের বিদায়ী সংবর্ধনা অনুস্টান সম্প্রতি স্থানীয় রেস্টুরেন্ট 'সামী ইয়ামী চাইনিজ বাংলায়' সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি রাসেল খান, আব্দুল কাইয়ুম মিন্টু,জাহেদুল আলম ভুইঞা সুমন, নুরুল ইসলাম ইমন, নুরুজ্জামান চৌধুরী রিপন,সোহেল আহমেদ, অপু ও মোঃ সোহেল আহমেদ। আড্ডা ও  অনুস্টান শেষে প্রবাসে বিশেষ অবদান রাখায় রাসেল খান কে ব্যাচ ৯৭'র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post