হাকালুকি হাওর থেকে ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল আটক





স্টাফ রিপোর্টারঃ হাকালুকি হাওরে কুলাউড়া উপজেলা অংশে মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর রাতে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযানকালে হাকালুকি হাওরের কুলাউড়া অংশের গুগালিছড়া, চকিয়া, গৌড়কুড়ি, কাংলি বিলসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে সকল অবৈধ জাল উচ্ছেদ করা হয়। এসময় ৫ লক্ষাধিক টাকার জাল আটক করে আছুরিঘাটে জনসমক্ষে পোড়ানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বিত টাস্কফোর্স অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্র সহকারী এবং এস আই বাবুলের নেতৃত্বে পুলিশ বাহিনী।

কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ অভিযানে সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post