কমলকুঁড়ি পত্রিকার আয়োজনে হীড বাংলাদেশের সহযোগিতায় অনুদান প্রদান


কমলগঞ্জ প্রতিনিধিঃ 'মানুষ মানুষের জন্য, গরিবদের মুখে তুলি অন্য' এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী শব্দকর সমাজের সুধীর শব্দকর প্যারালাইন্সে আক্রান্ত হওয়ায় এক পা ও এক হাত অচল হয়ে অসুস্থ হয়ে পড়লে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ সপ্তাহখানেক পূর্বে একটি পোষ্ট প্রদান করলে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেন আর্থিক সহযোগিতা করেছেন। পরিকল্পনা অনুযায়ী তাকে এক মাসের ঔষধ ও একমাসের নিত্যপ্রয়োজনীয় খাবার দ্রব্যসহ নগদ আর্থিক সহযোগিতা করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুধীর শব্দকরের বাড়িতে আনুষ্ঠানিকভাবে কমলকুঁড়ি পত্রিকার আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহায়তায় এসব প্রদান করা হয়। এছাড়াও আর ৩ ব্যক্তি আর্থিক সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ মুন্সীবাজার শাখার ব্যবস্থাপক তপন আলী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান তুহিন, সমাজসেবক পরিমল দেবনাথ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post