জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে কুলাউড়ায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্টান উপলক্ষে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স হল রুমে এ্যাডভোকেসী / ওয়িরেন্টশন সভা অনুষ্টিত হয়েছে।
আগামী ১-৭ অক্টোবর দেশব্যপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলা ৯৯ হাজার ১ শত ৮৮ জন শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট সেবন করাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ্যাডভোকেসী সভায় স্বাস্থ্য পরির্শক (ভারপ্রাপ্ত) আব্দুল আহাদ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ ফাহমিদা ফারহানা খান।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আনোয়ার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লাহ, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখস, সহকারী শিক্ষা কর্মকর্তা মহীউদ্দিন, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজুর রহমান শাকিল, অনলাইন জার্নালিষ্ট সোসাইটি মহাসচিব ইউসুফ আহমদ ইমন, ঢাকা ক্রাইম নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মঈনুর রহমান সাহান ।

Post a Comment

Previous Post Next Post