আফগান লিগে তামিম-মুশফিক এক দলে


স্পোর্টস ডেস্কঃ আফগান প্রিমিয়ার লিগে (এপিএল) একই দলে ঠিকানা হয়েছে ওপেনার তামিম ইকবাল ও জাতীয় দলের সবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনকেই দলে নিয়েছে নাঙ্গরহর। তামিম ইকবাল আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটারের মূল্য ৬৫ লাখ টাকা। এছাড়া সিলভার ক্যাটাগরিতে থাকা মুশফিকের মূল্য ২৫ লাখ টাকা।

সোমবার দুবাইয়ে এপিএলের নিলামে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে। প্রতিযোগিতায় তামিম-মুশফিক ছাড়াও ড্রাফটে বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছেন সাব্বির রহমান, আশরাফুল, এনামুল হক, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, লিটন দাস, আবুল হাসান, সাইফউদ্দিন, আবু হায়দার, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সানজামুল ইসলাম।

ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল রয়েছেন গোল্ড ক্যাটাগরিতে। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ ছিলেন। তাই আশরাফুলকে নিলামে তোলা নিয়ে ছিল সংশয়। তবে ভালো ক্যাটাগরিতেই তাকে নিলামে তোলা হয়েছে। 

প্রথমবারের মতো ৫ অক্টোবর শারজায় এপিএল শুরু হচ্ছে। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ২১ অক্টোবর।

Post a Comment

Previous Post Next Post