স্টাফ রিপোর্টারঃ ‘বিশ্বময় আবহমান বাংলার লোকসংস্কৃতি’ প্রতিপাদ্য নিয়ে গঠিত বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের কুলাউড়া উপজেলা কমিটি অনুমোদন করেছে মৌলভীবাজার জেলা শাখা। এতে মো. শফি চৌধুরী পলিটকে আহ্বায়ক ও এস আলম সুমনকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ রায় এবং সদস্য সচিব তানভীর আহমদ শিপুর স্বাক্ষরিত এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম ইমন, এডভোকেট মুর্ছনা রানী দেব, মো. সাকির হোসেন, মো. মাছুম আহমদ, প্রভাষক মো. গোলাব মিয়া, শাকির আহমদ, ডা. সামাদুর রহমান। সদস্যরা হলেন, আতাউর রহমান চৌধুরী ছোহেল, প্রভাষক খালেদ আহমদ লাকী, শ্রী শিপন দেব, মো. হাফিজুর রহমান লিটু, মো. তারেক মাসুদ, মো. তাফসিরুল রুহেল, মো. নুরুস সামাদ শাহনুর, মো. সালমান আহমদ, মো. তাহমিদ আহমেদ, শ্রীমতি তপতি দাস, আহমেদ শাহজান।
সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ রায় এবং সদস্য সচিব তানভীর আহমদ শিপুর স্বাক্ষরিত এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম ইমন, এডভোকেট মুর্ছনা রানী দেব, মো. সাকির হোসেন, মো. মাছুম আহমদ, প্রভাষক মো. গোলাব মিয়া, শাকির আহমদ, ডা. সামাদুর রহমান। সদস্যরা হলেন, আতাউর রহমান চৌধুরী ছোহেল, প্রভাষক খালেদ আহমদ লাকী, শ্রী শিপন দেব, মো. হাফিজুর রহমান লিটু, মো. তারেক মাসুদ, মো. তাফসিরুল রুহেল, মো. নুরুস সামাদ শাহনুর, মো. সালমান আহমদ, মো. তাহমিদ আহমেদ, শ্রীমতি তপতি দাস, আহমেদ শাহজান।