স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের কালভার্টের ডাইভার্শনে পন্য বোঝাই ট্রাক আটকে পড়ায় এ সড়ক দিয়ে যান চলাচল ব্যহত হয়ে পড়েছে। এতে করে এ রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সওজ এর নিজস্ব উদ্বারকারী ক্রেন না থাকায় উদ্বারকাজে বিলম্ব হচ্ছে।
জানা যায়, গতকাল ২৬ সেপ্টেম্বর বুধবার রাত্রে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লোহাউনি চা বাগান এলাকায় সংষ্কারাধীন কালভার্টের ডাইভার্শনে পন্য বোঝাই ট্রাকটি আটকা পড়ে। এর পর থেকে এরুটে বাস, ট্রাক, পিকাপ ভ্যান চলাচল বন্ধ রয়েছে। বৃহঃষ্পতিবার দুপুর পর্যন্ত ট্রাকটি উদ্বার করতে না পারায় এ রুটের প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী কুলাউড়া কার্যালয়ের রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার-বড়লেখা সড়কের সংষ্কার কাজ চলছে। এ সড়কের লোহাউনিতে একটি কালভার্টেরও কাজ চলছিলো, বিকল্প ডাইভারশন দিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছিলো কিন্তু একটি পন্য বোঝাই ট্রাক যাওয়ার সময় ডাইভারশনে আটকা পড়ে। আমাদের নিজস্ব কোন উদ্বারকারী ক্রেন না থাকায় উদ্বারকাজ ব্যহত হয়েছে বিকল্প উপায়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির পন্য নামিয়ে উদ্বারের চেষ্টা চলছে।