এবছর সৌদিতে মারা গেছেন ১৩১ জন, দেশে ফিরেছেন ৮৫ হাজার হাজি


অনলাইন ডেস্কঃ ২০১৮সালে পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব গিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ১৩১ জন বাংলাদেশি। এর মধ্যে ১১০ পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। মক্কায় ৮২, মদীনায় ১৬, জেদ্দায় ৫, মিনায় ১৮ এবং আরাফায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন।

এ বছর সরকারী এবং বেসরকারী ৫২৮টি এজেন্সির মাধ্যমে হজ পালনে সৌদি আরবে এসেছিলেন ১ লক্ষ ২৭ হাজার বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন প্রায় ৮৫ হাজার বাংলাদেশি হাজি। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ফিরবেন বাকীরা।

এদিকে, বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আগত ১৩তম হাজিরা বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য শনিবার বিকেল ৩টায় মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেন। মদিনায় মৌসুমী হজ অফিসার এ বি এম আমিন উল্লাহ নূরীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হাজিদের বিদায় জানান।

গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর।

Post a Comment

Previous Post Next Post