মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার


অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ার একটি এলাকা থেকে ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন দফতর। মঙ্গলবার নেগ্রি সেমবিলান রাজ্যের বান্ডার বারু নিলাই শহর থেকে তাদের উদ্ধার করা হয়।

মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, মালয়েশিয়ায় বিদেশি কর্মী সরবরাহ করে এমন একটি কোম্পানির ডরমিটরি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় ৩৭৭টি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশি।

কর্তৃপক্ষ তদন্তে দেখতে পায়, এই শ্রমিকদের কয়েকমাস কোনও বেতন দেওয়া হয়নি।  প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরস-এর দুই সদস্যকেও আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post