স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে ৩ সেপ্টেম্বর সোমবার। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ৪ জন সাধারণ অভিভাবক সদস্যদের মধ্যে মো. শফিক মিয়া আনারস প্রতীকে ৩৪৫ ভোট পেয়ে প্রথম, সাইস্তা মিয়া মই প্রতীকে ৩২৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আব্দুল আলী ফুটবল প্রতীকে ৩২৫ ভোট পেয়ে তৃতীয় এবং আসিদ মিয়া মোরগ প্রতীকে ২৮৮ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। নির্বাচনে মোট ৫৮৫ জন অভিভাবক ভোটারদের মধ্যে ৪৮৮ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম। সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহাদৎ এবং মো. সাইদুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম। সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহাদৎ এবং মো. সাইদুল ইসলাম।