লেগানেসের কাছে বার্সায় হার


অনলাইন ডেস্কঃ চলতি লা লিগায় ষষ্ঠ ম্যাচে এসে হারের স্বাদ পেল বার্সেলোনাকে। গতবারের চ্যাম্পিয়নরা লেগানেসের কাছে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে এরনেস্তো ভালভেরদের দল। এটা এবারের লিগে লেগানেসের প্রথম জয়।

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লিওনেল মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কৌতিনিয়ো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লেগানেস। প্রতিআক্রমণ থেকে সিলভার বাড়নো বল হেড করে লক্ষ্যে পৌঁছে দেন মরক্কোর মিডফিল্ডার নাবিল এল ঝার।

৫৩তম মিনিটে বার্সেলোনার রক্ষনের ‍ভুলে এগিয়ে যায় লেগানেস। জেরার্দ পিকে ঠিকঠাক বল বিপদমুক্ত করতে না পারায় সুযোগ কাজে লাগিয়ে টের-স্টেগেনকে পরাস্ত করেন অস্কার রদ্রিগেস।

বাকিটা সময় সমতায় ফেরা গোলের দেখা পায়নি বার্সেলোনা। ছয় ম্যাচে চার জয় ও ১ ড্রতে কাতালান দলটির পয়েন্ট ১৩।

Post a Comment

Previous Post Next Post