যাত্রীর অভাবে বাতিল আরো দুটি হজ ফ্লাইট

যাত্রীর অভাবে বাতিল আরো দুটি হজ ফ্লাইট


অনলাইন ডেস্কঃ যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দুটি হজফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বিজি৩০৭১ ফ্লাইট সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এবং বিজি-১০৭৫ ফ্লাইটটি মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ছাড়ার কথা ছিলো। বিমান বাংলাদেশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

একই কারণে এর আগে গত কয়েকদিনে ১৫টি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানের ছয় হাজার যাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে।

জানা গেছে, এ পর্যন্ত ২৫৩টি ফ্লাইটে মোট ৮৫ হাজার ৮১০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১২৯টি ফ্লাইটে ৪০ হাজার ৮৫৮ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৪টি ফ্লাইটে ৪৪ হাজার ৯৫২ জন যাত্রী গেছেন।

Post a Comment

Previous Post Next Post