অনলাইন ডেস্কঃ যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দুটি হজফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বিজি৩০৭১ ফ্লাইট সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এবং বিজি-১০৭৫ ফ্লাইটটি মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ছাড়ার কথা ছিলো। বিমান বাংলাদেশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
একই কারণে এর আগে গত কয়েকদিনে ১৫টি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানের ছয় হাজার যাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে।
জানা গেছে, এ পর্যন্ত ২৫৩টি ফ্লাইটে মোট ৮৫ হাজার ৮১০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১২৯টি ফ্লাইটে ৪০ হাজার ৮৫৮ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৪টি ফ্লাইটে ৪৪ হাজার ৯৫২ জন যাত্রী গেছেন।
