রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যা বললেন সাকিব


স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে লড়াইয়ে ফিরেছে টাইগাররা। রবিবার টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আর তারই জের ধরে যুক্তরাষ্ট্রে প্রথমবার খেলতে নামা রোমাঞ্চকর এই ম্যাচে ১২ রানের জয় তুলে সিরিজে সমতা আনে টাইগাররা।

ক্যারিবীয়ানদের বিপক্ষে দুর্দান্ত এই জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বাস রেখেছিলাম আমরা জিততে পারি। এটা সবার মনে থাকাতেই আমরা সিরিজে ফিরতে পেরেছি। মাইন্ডসেট বদলে দিয়েছে দলের চেহারা।’

এদিকে, ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি দর্শক সমর্থন পেয়েছে বাংলাদেশ। সোমবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

সাকিব বলেন, ‘আগামীকাল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আশা করি মাঠে আরও বেশি দর্শকের সমাগম ঘটবে এবং আমাদের সমর্থন যোগাবে। আজও অনেক দর্শক এসেছে, তাদের ধন্যবাদ জানাই।’

Post a Comment

Previous Post Next Post