মাঠের মাঝে রহস্যময় কূপ, আতঙ্কে এলাকাবাসী!


অনলাইন ডেস্কঃ খেলার মাঠের মাঝেখানে হঠাৎ রহস্যময় কূপ দেখে আতঙ্কে এলাকাবাসী! এমন ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। জানা যায়, হঠাৎ করেই ৫০ মিটার গভীর একটি বৃহদায়তনের গর্ত বা কূপের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী আকস্মিকভাবে একটি মাঠের মধ্যখানে এই বিস্ময়কর কূপটির সন্ধান পেয়েছেন। আর এই অদ্ভূত কূপটির নাম দেওয়া হয়েছে 'নরকের দরজা'।

এদিকে, রহস্যময় এই রহস্যময় কূপ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা কথা রটেছে। তবে কীভাবে এবং কখন এটি তৈরি হলো সে বিষয় কেউই স্পষ্ট কিছু জানাতে পারেননি। 

Post a Comment

Previous Post Next Post