ক্যাপ্টেন খানের তিন রূপ

ক্যাপ্টেন খানের তিন রূপ


অনলাইন ডেস্কঃ এবার ক্যাপ্টেন খান হয়ে আসছেন শাকিব। ছবিটি এবারের ঈদে মুক্তির জন্য তোড়জোড়ও চলছে বেশ। এরই মধ্যে ছবিটির ৩টি পোস্টার বের করা হয়েছে। এই ৩ পোস্টারে আলাদা পোজ দিয়েছেন শাকিব খান। পোস্টারে শাকিবকে বেশ মারমুখী চেহারায় দেখা গেছে। দুটিতে শাকিব খান একাই, একটিতে কিং খানের সঙ্গে দেখা গেছে নাইকা বুবলীকে।

সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও কলকাতার পায়েল মুখার্জি।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয়ে ফিরলেন মিশা সওদাগর ও শাকিব খান। এতে অপর ভিলেন হিসেবে আছেন ভারতীয় আশীষ বিদ্যার্থী।

চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল ছবিটির কাজ। বিভিন্ন সময়ে বিরতি দিয়ে এতে অংশ নিয়েছিলেন ছবির মূল দুই চরিত্র শাকিব খান ও বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post