স্টাফ রিপোর্টার: কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা ফেসবুক পেইজের প্রধান এডমিন সাবেক কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বিকে উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৭ই আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা রাফি আহমদ তানিম, মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন-শাবিপ্রবি এর সভাপতি হুমায়ুন আহমদ শাহান, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন-সিলেট এর সভাপতি মিফতাউল ইসলাম এলিন, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপের ক্রিয়েটর সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহেদ জালাল, ফরহাদ মাহমুদ, জেবুল আহমদ, সায়েম চৌধুরী, শাফি খান, মামুনুর রহমান, মহরম উদ্দিন মঞ্জু প্রমুখ।

