মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান


অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আরোপ ও তা আদায় করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।  

অভিযানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মেসার্স মাহিন ফার্মেসীকে ২ শত টাকা, নেওয়াজ ষ্টোরকে ৩ শত টাকা, ফাতেমা ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, লোকনাথ পান ভান্ডারকে ৫ শত টাকাসহ মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Post a Comment

Previous Post Next Post