যুক্তরাষ্ট্রে ভিডিও গেম টুর্নামেন্টে গোলাগুলি, নিহত ৪


অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি ভিডিও গেম টুর্নামেন্টে ব্যাপক গোলাগুলিতে ৪ জন নিহত ও ১১ জন হয়েছেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ঘটনার সন্দেহভাজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শেরিফের অফিস থেকে একটি টুইটের মাধ্যমে স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বলা হয়। বলা হয়, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।

জানা যায়, জ্যাকসনভিল ল্যান্ডিংয়ে একটি রেস্টুরেন্টে ভিডিও গেম টুর্নামেন্ট চলার সময় হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। ওই সময় প্রতিযোগীরা ম্যাডেন নামের আমেরিকান ফুটবলের একটি গেম খেলছিলেন।

ড্রিনি জোকা নামের ১৯ বছর বয়সী এক প্রতিযোগী জানান, গোলাগুলির সময় বুলেট তার বুড়ো আঙুলে এসে বিদ্ধ হয়। শেরিফের অফিস থেকে জানানো হয়, আরও সন্দেহভাজনের খোঁজে ওই স্থানে সোয়াট টিমের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post