জোভান-অথৈ’র ‘বাবু বিভ্রাট’


বিনোদন ডেস্কঃ সোহেল রহমানের রচনা ও মোরসালিন শুভ’র পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘বাবু বিভ্রাট’। এতে অভিনয় ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাহমিনা অথৈ।

নাটকটির গল্পে দেখা যাবে, নাম নিয়ে বিভ্রান্তিতে পড়েন জোভান। যে কারণে তাকে মুখোমুখি হতে হয় অপ্রত্যাশিত অনেক ঘটনার। শুধু তাই নয়, নাম নিয়ে বিভ্রান্তির ফলে তাকে হারাতে হয় নিজের সর্বস্ব।  

জোভান-অথৈ ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, আব্দুল্লাহ রানা, আতিক প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।

Post a Comment

Previous Post Next Post