বিদেশের মাটিতে সাফের শিরোপা অধরাই থেকে গেল


স্পোর্টস ডেস্কঃ ভারত অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। আর এতেই শিরোপা জেতা এভং আশা ভঙ্গ করে ভক্তদের হতাশ করলো তহুরা-মারিয়ারা। তবে পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে বিদেশের মাটিতে সাফের শিরোপা অধরাই থেকে গেল বাংলার অনূর্ধ্ব-১৫ নারী দলের।

ভুটানের থিম্পুতে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কিশোরীরা।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। তবে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে কর্ণার থেকে বল পেয়ে বাংলাদেশের জালে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনিতা মান্দা। আর এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।

Post a Comment

Previous Post Next Post