সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক


অনলাইন ডেস্কঃ সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে গাছ পড়ে দুই ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর গতরাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, গতকাল শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে দুই  ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

ট্রেনটির যাত্রীরা জানান, রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে ১২টায় লাউয়াছড়া বনের মধ্যে মাগুরছড়ার নামক স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় ট্রেনটি আটকা পড়ে। পরে রেলওয়ের লোকজন গাছ কেটে লাইন পরিষ্কার করে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসেন।

Post a Comment

Previous Post Next Post