স্পোর্টস ডেস্কঃ লা লিগার দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে তারা জিরোনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে। এতে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন রিয়াল লিগের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বার্সা রয়েছে দ্বিতীয় স্থানে।
খেলা শুরুর মাত্র ১৬ মিনিটের মধ্যে অবশ্য গোলের সূচনা করেছিল জিরোনাই। ১২ গজ দূর থেকে বোর্হো গার্সিয়া করেন গোলটি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান সার্জিও রামোস। জিরোনা নিজেদের বক্সে মার্কো অ্যাসানসিওকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকেই সুযোগ কাজে লাগান রামোস।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে রিয়াল। ৫২ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। পরে ৫৯ মিনিটে গ্যারেথ বেলের গোলে আরেকদফা এগিয়ে যায় রিয়াল। আর ৮০ মিনিটে করিম বেনজেমা আরেক গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় রিয়াল।
খেলা শুরুর মাত্র ১৬ মিনিটের মধ্যে অবশ্য গোলের সূচনা করেছিল জিরোনাই। ১২ গজ দূর থেকে বোর্হো গার্সিয়া করেন গোলটি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান সার্জিও রামোস। জিরোনা নিজেদের বক্সে মার্কো অ্যাসানসিওকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকেই সুযোগ কাজে লাগান রামোস।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে রিয়াল। ৫২ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। পরে ৫৯ মিনিটে গ্যারেথ বেলের গোলে আরেকদফা এগিয়ে যায় রিয়াল। আর ৮০ মিনিটে করিম বেনজেমা আরেক গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় রিয়াল।