সিলেটে ট্রেনে কাটা পড়ে পা গেল যুবকের


অনলাইন ডেস্কঃ সিলেটে কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পা হারিয়েছেন রাসেল আহমদ নামে এক যুবক।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রাসেল মাইজগাঁও লামারবাড়ি এলাকার মৃত জিলু মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ বলেন, রাতে বাজার খরচ নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল। পথে মাইজগাঁও স্টেশনে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলেন, ট্রেনে কাটা পড়ে পা হারালেও প্রাণে বেঁচে আছেন রাসেল। হাসপাতালে নেওয়ার পর তার শরীরে জরুরিভাবে অস্ত্রপচার করা হয়। #বিডি-প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post