কুলাউড়ায় ট্রাফিক সপ্তাহে বিভিন্ন যানবাহনে ৮৫টি মামলা


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের অভিযানে মঙ্গলবার ট্রাফিক সপ্তাহের ৩য় দিনে ট্রাফিক আইনে ৮৫টি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চেকিং করা হয়। মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, পিকআপ ও মাইক্রোবাস আটক করে বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে ট্রাফিকের অভিযানে ৩৮টি মামলা ও থানা পুলিশের অভিযানে ৪৭টিসহ মোট ৮৫টি মামলা দায়ের করা হয় এবং কোন কাগজপত্র না থাকায় ২০টি গাড়ী আটক করা হয়েছে বলে থানাসুত্রে জানা যায়। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসপি (শিক্ষানবীশ) শাখাওয়াত হোসেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, ট্রাফিকের টিএসআই মোঃ আজাদ মিয়া ও টিএসআই খায়েশ মিয়াসহ কুলাউড়া থানা ও ট্রাফিক এর অফিসারবৃন্দসহ পুলিশ সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post