স্টাফ রিপোর্টারঃ থিয়েটার একদল ফিনিক্সের সঙ্গীত বিষয়ক কর্মশালা সম্পন্ন । ১১ই আগস্ট শনিবার সম্মিলিত নাট্যপরিষদের মহড়াকক্ষে সম্পন্ন হয়েছে থিয়েটার একদল ফিনিক্সের দুই দিনব্যাপী সংগীত বিষয়ক কর্মশালা।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন নাসরিন আক্তার চৌধুরী ডায়নাএ বং গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
সংগঠনের সদস্যসচিব নাজমুল হোসেন ইমনের সঞ্চালনায় ও আহ্বায়ক আবু বকর আল আমিনের সভাপতিত্বে সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, একদল ফিনিক্সের অন্যতম উপদেষ্টা ও নাট্যকর্মী শামসুল বাসিত শেরো।
উল্লেখ্য; মননে সৃষ্টির নেশা নিয়ে পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ যাত্রা শুরু করে একদল ফিনিক্স। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় আবহমান বাংলার চিরায়ত গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির অন্বেষণ, ধারণ ও লালনের মধ্য দিয়ে বাংলা নাটককে বিশ্বের কাছে তুলে ধরার জন্য কাজ করে চলেছে একদল ফিনিক্স।
