
আশরাফুল ইসলাম জুয়েল:
বাংলাদেশ দারিদ্রমুক্ত করার লক্ষে বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার
প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন জেলার ন্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার
রাউৎগাও ইউনিয়নে একটি বাড়ি একটি খামারের ঋনবিতরন করা হয়। ১৪ আগষ্ট বিকাল ৩
টায় মনরাজ গ্রামে ঋনবিতরন অনুষ্ঠানে উপস্তিত
থেকে ঋনবিতরন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, এসিলেন্ড
সাদিউর রহমান জাদিদ, রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া
উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী
ফিল্ড সুভারইজার মাহমুদুর রহমান, ৯ নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন,
ম্যানেজার অনন্ত মল্লিক, মাট করকর্মী সজিব দেব, প্রবাসী একে উজ্জল প্রমুখ।
উল্লেখ্য মনরাজ গ্রামে একটি বাড়ি একটি খামার সমিতির ২২ জন সদস্যদের মাঝে ৩
লাখ টাকার ঋন বিতরন করা হয়।