এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯৩১তম ডিনার সভা সম্পন্ন



স্টাফ রিপোর্টারঃ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯৩১তম ডিনার সভা গত ১১ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় ছামি-ইয়ামি চাইনিজ বাংলা রেষ্টুরেন্ট সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত ডিনার সভায় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ কাজী কুহেলা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ২০১৮ বর্ষের জেলা-৪ এর গর্ভনর এপেঃ এড. মাছুম আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, লাইফ মেম্বার এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, ডিষ্ট্রিক সেক্রেটারী এপেঃ নাজমুল হুদা, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর প্রেসিডেন্ট এপেঃ এড. জালাল হোসেন প্রমুখ।  
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, এপেক্সের আদর্শ পাঠ, ইনভোকেশন, আত্মপরিচয়, শুভেচ্ছা অপারগতা, পত্র যোগাযোগ, ৯৩০তম ডিনার সভার কার্যবিবরণী উত্থাপন, আলোচনা ও অনুমোদন, আর্থিক কার্যক্রম পর্ব শেষে এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর ৩৫তম সম্মেলনের ডিজি-৪ (ক্লাব প্রার্থী) হিসেবে আনুষ্ঠানিক নাম ঘোষনা করা হয়। মুহু মুহু করতালির মাধ্যমে আনন্দঘন পরিবেশে ক্লাব প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল এর। ক্লাবের পক্ষ থেকে এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পালকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে ক্লাব এল.এম এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরীর পৃষ্ঠপোষকতায় (৬ জন) দুস্থ পরিবারের প্রধানদের হাতে গৃহপালিত পশু পালনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ডিজি-৩ এপেঃ হাসান আলী’র পৃষ্ঠপোষকতায় ৫জন মুরব্বির হাতে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়। তার পরপরই বিবিধ পর্ব, কুইজ, কৌতুক, জরিমানা পর্ব ও র‌্যাফেল ড্র পর্ব সম্পন্ন হয়। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব পিপি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল ও সভার সমাপ্তি ঘোষনা করেন এপেঃ কাজী কুহেলা বেগম।

Post a Comment

Previous Post Next Post