আগামী ঈদের নাটকে মৌসুমী


আগামী ঈদের নাটকে মৌসুমী


অনলাইন ডেস্কঃ গেল রোজার ঈদে কোনো নাটক বা টেলিফিল্মে দেখা যায়নি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে। প্রস্তাব এসেছিল। কিন্তু ব্যস্ততা ও গল্প পছন্দ না হওয়ার কারণে সেগুলো করা হয়নি।
তা ছাড়া বিজ্ঞাপনের শুটিং, ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিংও ছিল। এ কারণেই নাটক বা টেলিফিল্মে সময় দিতে পারেননি। তবে আসছে কোরবানি ঈদের জন্য নাটক বা টেলিফিল্মে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। এরই মধ্যে প্রস্তাবিত একটি নাটকের গল্পও পছন্দ হয়েছে তার। 
চলতি মাসের শেষ সপ্তাহে এ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেছেন মৌসুমী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল ঈদে বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। তবে কোনো গল্পই মন ছুঁয়ে যেতে পারেনি। অনেকেই বলেন গল্পটা একটু অন্যরকম, আলাদা। কিন্তু আমি ভিন্নতা খুঁজে পাইনি। ঈদের পর একজন নির্মাতার গল্প আমার মোটামুটি ভালো লেগেছে। এ কারণে কাজটি করার জন্য সম্মতি জানিয়েছি। আশা করছি জুলাইয়ের শেষ প্রান্তে নাটকটির শুটিংয়ে অংশ নেব।’

তিনি আরও জানান, এ নাটকটি ছাড়া আরও দুটি নাটকে অভিনয় করতে পারেন তিনি। এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহেই স্বামী ওমর সানীকে নিয়ে কলকাতায় যাওয়ার কথা রয়েছে মৌসুমীর। ওখানে ‘নোলক’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তারা। এ ছবিতে তারা দু’জন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন।

Post a Comment

Previous Post Next Post