মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি


অনলাইন ডেস্কঃ অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফখরুলকে হাসপাতালে নেয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।  

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মহাসচিব কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চেকআপের জন্য তাকে ইউনাউটেড হাসপাতালে নেয়া হয়েছে। ফখরুল ইসলাম হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে রয়েছেন বলে জাহিদ হোসেন জানান। 

মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত পরশু ব্যাংককের একটি হাসপাতালে মারা যাওয়ার পর ওই জানাজায় অংশ নেয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় বলে পরিবার জানান। 

Post a Comment

Previous Post Next Post