অনলাইন ডেস্কঃ বলিউডের পাশাপাশি হলিউডেও হাঁক-ডাক চলছে প্রিয়াঙ্কা চোপড়ার। সামনেই মুক্তি পাবে তার দ্বিতীয় হলিউড ছবি ‘অ্যা কিড লাইক জ্যাক’।
এদিকে বিয়ে বা প্রেমের কথা শুনলে এখনও প্রিয়াঙ্কা বলেন, ‘দেরি আছে, অনেক দেরি আছে। বা এখনও প্রেম করার মতো কাউকে পাননি’। সেই প্রিয়াঙ্কাই কিনা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন! বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ডেট করছেন তিনি।
মাকিং গায়ক-অভিনেতা নিক জোয়ান্সের সঙ্গেই চলছে প্রণয়। সত্যি কী তারা প্রেম করছেন? গত বছর মেট গালায় প্রথম একসঙ্গে দেখা যায় নিক ও প্রিয়াঙ্কাকে।
বেশ কয়েকবার ডিনারও করতে দেখা গেছে দু’জনকে। একসঙ্গে সময়ও কাটাতে দেখা গেছে তাদের। গত ২৫ মে প্রিয়াঙ্কা ও নিককে বিউটি ও বিস্টের লাইভ কনসার্টে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই নিক ও প্রিয়াঙ্কা ডেট করছেন বলে জল্পনা শুরু হয়।
এখানেই শেষ নয়, সম্প্রতি পশ্চিম হলিউডের এক রেস্তোরাঁয় তাদের ডিনারে দেখা যায়। এমনকি লসঅ্যাঞ্জেলসে বেসবল ম্যাচেও প্রিয়াঙ্কা ও নিককে দেখেছেন তাদের অনুরাগীরা।
এক আন্তর্জাতিক ম্যাগাজিনেই প্রিয়াঙ্কা-নিকের ডিনারে যাওয়ার ছবি সামনে এসেছে। সে থেকেই ধারণা বদ্ধমূল হয়েছে, এই নিকই প্রিয়াঙ্কার ‘লুকানো প্রেমিক’।
৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কার প্রেমিক নিক জোয়ান্সের বয়স মাত্র ২৫ বছর। অর্থাৎ প্রিয়াঙ্কার চেয়ে তার প্রেমিক ১০ বছরের ছোট! গেল বছর মেট গালা অনুষ্ঠানে পরিচয়ের পর তাদের একসঙ্গে এত জায়গায় দেখা যাওয়ার পরই নানা গুঞ্জন ছড়ায়। কিন্তু তখন প্রিয়াঙ্কা দাবি করেন, নিক জোয়ান্সের সঙ্গে তার পরিচয় অল্প দিনের। এতে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অবসরে প্রিয়াঙ্কার প্রধান সঙ্গী নিক জোয়ান্স। সেটি এতদিন গোপন রাখলেও এবার আর লুকাননি এ বলিউড অভিনেত্রী।
কিছুদিন আগে তাদের একসঙ্গে একটি প্রমোদতরীতে পার্টি করতে ও একটি কনসার্টে অংশ নিতে দেখা গেছে। যদিও সেখানে প্রিয়াঙ্কার অন্যান্য বন্ধুরাও ছিলেন।
নিকের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। একে অপরের সঙ্গ উপভোগ করছেন। প্রিয়াঙ্কা আবার একধাপ এগিয়ে। প্রেমিক নিক জোয়ান্সকে সঙ্গে নিয়ে সম্প্রতি ভারতে বেশ আনন্দময় সময় কাটিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জুটির পোস্ট করা ছবি-ভিডিওকে ভিত্তি করে ভারতীয় গণমাধ্যম তেমন খবরই জানাচ্ছে।
সেসব ছবি-ভিডিও বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন, নিক ও প্রিয়াঙ্কার হাতের আংটিগুলো ‘প্রমিজ রিং’। আরেকটু এগিয়ে এসে ভারতীয় বিনোদন ম্যাগাজিন ফিল্মফেয়ার জানান দেয়, পপতারকার সঙ্গে সাবেক বিশ্বসুন্দরীর বাগদান শিগগিরই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য কারও পরিবার থেকেই এখনও আসেনি। বর্তমানে ভারতের গোয়ায় পরিবারের কয়েকজন সদস্য এবং নিককে নিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি।
২৭ জুন ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার পোস্ট করা একটি ছবিতে দেখা যায় সাগরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কার প্রেমিক নিক এবং ছোট ভাই সিদ্ধার্থ চোপড়া।
ছবিটির গায়ে জুড়ে দেয়া হয়েছে চারটি শব্দ- ‘আমার পছন্দের মানুষেরা- গোয়া’। মূলত নিককে সঙ্গে নিয়ে ভারতে আসার পর যখন প্রিয়াঙ্কা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছেন তখনই গুঞ্জন উঠল ‘আন্দাজ’ অভিনেত্রী ‘ডুবে ডুবে জল খাচ্ছেন!’