বরযাত্রী বহরে সৌদি বিমান হামলা, নিহত ১১


অনলাইন ডেস্কঃ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি বরযাত্রী বহরের ওপর সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়। সৌদি আরব যখন ইয়মেনের ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে তখন বরযাত্রী বহরের ওপর বর্বর এ হামলার ঘটনা ঘটলো। এ খবর দিয়েছে পার্সটুডে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আদ-দাহের অঞ্চলের কাফেরা এলাকার একটি রাস্তা ধরে বরযাত্রী বহর এগিয়ে যাচ্ছিল। এসময় ওই বহরের ওপর বিমান হামলা চালায় সৌদি আরব। সূত্র জানায়, হামলায় ১১ ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের কয়েকজনের আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে, সৌদি বিমানের আলাদা হামলায় ইয়েমেনের এক নারী নিহত হয়েছে। সৌদি বিমান হামলায় ওই এলাকায় মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া, হাজ্জাহ প্রদেশের একটি এলাকায় ড্রোন হামলায় অন্তত তিন কৃষক নিহত ও কয়েকজন আহত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post