কামরানের বাসায সপরিবারে আরিফ


অনলাইন ডেস্কঃ অমীমাংসিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদের ফলাফল। এই অবস্থায় কুশয় বিনিময়ের জন্য ভোটের ফলাফলে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী সপরিবারে গিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরানের বাসায়। 

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে কামরানের ছড়ারপাড়ের বাসায় যান আরিফ। এসময় তার সাথে ছিলেন স্ত্রী শ্যামা হক ও মেয়ে আসফা হক চৌধুরী নাইফা।

কামরানের বাসায় প্রায় আধাঘণ্টা অবস্থান করে আরিফুল পরিবার। এ সময় একান্তে কথা বলেন কামরান ও আরিফুল। বের হয়ে যাওয়ার পথে কোলাকুলি করেন দুই প্রতিদ্বন্দ্বী। তখন দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল।

তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি। 

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, “ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। কামরান দীর্ঘদিন নগরপিতা ছিলেন। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে একসাথে কাজ করতে চাই।”

বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, “সিলেটে রাজনৈতিক একটা সম্প্রীতি রয়েছে। আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।”

সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে আঞ্চলিক নির্বাচন অফিস। ১৩২টি কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০৮৯৬ ভোট অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানের চেয়ে গোলযোগে স্থগিত দুই কেন্দ্রের ভোট বেশি হওয়ায় চূড়ান্ত ফলের জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে আরিফুলকে।

নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১০ দিনের মধ্যে হবে। 

স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭শত ৮৭ জন। এদিকে কামরানের চেয়ে ৪ হাজার  ৬ শত ২৬ ভোটে এগিয়ে আছেন আরিফ। সেই হিসেবে স্থগিত দুই কেন্দ্রে ১শত ৬১ ভোট পেলেই জয় সুনিশ্চিত করবেন আরিফ। 

Post a Comment

Previous Post Next Post