যাত্রীর জুতার ভিতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার


অনলাইন ডেস্কঃ শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর জুতার ভিতর থেকে ২২টি স্বর্ণের উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। 

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকালে দুবাই থেকে একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এক যাত্রীর শরীর তল্লাশি করে তার জুতার ভেতর থেকে আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post