রাশিয়াকে সামলাতে নতুন রণকৌশল: পেরিসিচ


স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। অন্যদিকে, আয়োজক দেশ রাশিয়া নকআউটে চমকে দিয়েছে স্পেনকে হারিয়ে। শনিবার কোয়ার্টার ফাইনাল রাউন্ডে মুখোমুখি হচ্ছে এই দুই দেশ।

রাশিয়াকে সামলানোর জন্য প্রস্তুত ক্রোয়েশিয়া। মডরিচ, রাকিতিচরা দারুণ ফুটবল উপহার দিয়েছেন এখন পর্যন্ত। সোচিতে শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড ইভান পেরিসিচ রীতিমতো হুঙ্কার ছেড়েছেন। তার দাবি, রাশিয়ার মোকাবিলা করার জন্য দল প্রস্তুত। 

গ্রুপ লিগে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল রাশিয়া। স্পেনের বিরুদ্ধে নকআউটে আবার ডিফেন্সিভ ফুটবলে বাজিমাত করেছে তারা। কোয়ার্টার ফাইনালে তারা কী রণকৌশল নেয় তা দেখার অপেক্ষায় বিশ্ব। পেরিসিচ কিন্তু বলেছেন, ‘‌রাশিয়ার সব খেলাই আমরা দেখেছি। স্পেনের বিরুদ্ধে ওরা আবার ভিন্ন রণকৌশল নিয়েছিল। অর্থাৎ প্রতি দলের বিরুদ্ধে আলাদা পরিকল্পনা করছে তারা। আমরা অবশ্য প্রস্তুত। যেকোনো পরিস্থিতির জন্যই আমরা তৈরি।’‌ 

অন্যদিকে, ক্রোয়েশিয়াও কিন্তু গ্রুপের প্রতিটা ম্যাচে আক্রমণাত্মক খেলেই জয় তুলে নিয়েছিল। ডেনমার্কের বিরুদ্ধে অবশ্য তারা খোলস ছেড়ে বড় একটা বেরোয়নি। 

পেরিসিচের কথায়, ‘‌আমাদের কোচ প্রতি ম্যাচের আগে রণকৌশল ঠিক করেন। রাশিয়া ম্যাচের জন্যও রণকৌশল তৈরি হবে। নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা শেষ চারে যাবই।’‌ 

Post a Comment

Previous Post Next Post