ভোটকেন্দ্রে ধূমপানে রেডিওমার্কার এজেন্টকে সাজা

ভোটকেন্দ্রে ধূমপানে রেডিওমার্কার এজেন্টকে সাজা


অনলাইন ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের অভিযোগে এসআই সোহেল মাহমুদ (৫৫) নামে রেডিওমার্কার এক এজেন্টকে সাজা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ৫৫নং ওয়ার্ডের মুন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের অভিযোগে এসআই সোহেল মাহমুদ নামে রেডিওমার্কার এক এজেন্টকে অর্থদণ্ড দেয়া হয়েছে। পেনাল কোর্টের ১৮৮ ধারায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের জেল দেয়া হয়। পরে অর্থ পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে এ কেন্দ্রের দুটি বুথে বিএনপির মেয়রপ্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি। কিন্তু সারিবদ্ধভাবে লাইনে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫ ভোটকেন্দ্রের দুই হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। ভোট কেন্দ্র করে নারী-পুরুষ সবার মধ্যেই বিরাজ করছে এক ধরনের উৎসবমুখর পরিবেশ।

Post a Comment

Previous Post Next Post