ডোপ বিতর্কে পাকিস্তানের তারকা ক্রিকেটার


স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ক্রিকেটারদের জন্য ডোপ নেয়াটা রীতি হয়ে গেছে। সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার, মোহাম্মদ আসিফরা ডোপ বিতর্কে জড়িয়ে সমালোচনায় পড়েছিলেন। তাদের দেখানো পথ ধরেই হাঁটছেন পাকিস্তানের এ প্রজন্মের ক্রিকেটাররা।

এবার ডোপ টেস্টে ধরা পড়লেন পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ। ডোপ নেয়ার অপরাধে তাকে তিন থেকে ছয় মাস নির্বাসনে থাকতে হবে পারে।

পাকিস্তানের লাহোরে জন্ম শেহজাদের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার খেলেন ওপেনিং পজিশনে। পাকিস্তানের হয়ে ৮১ ওয়ানডে, ১৩ টেস্ট এবং ৫৭ টি-টোয়েন্টি ম্যাচে ১০ সেঞ্চুরিতে ৫ হাজার ৪১ রান করেন শেহজাদ।

ডোপ টেস্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেয়া হলেও পিসিবির এক কর্মকর্তা বলছিলেন, বোর্ডের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হতে পারেন শেহজাদ। ফয়সলাবাদে পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্ট চলাকালীন ডোপ টেস্ট হয়েছিল তার।

২০১৬ সালে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ ডোপ টেস্টে ধরা পড়েন। আইসিসি তাকে তিন মাসের জন্য নির্বাসনে পাঠিয়েছিল। শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ, আবদুল রহমান, রেজা হাসানের মতো পাক ক্রিকেটাররা অতীতে ডোপ টেস্টে ফেল করেছেন।

Post a Comment

Previous Post Next Post