স্টাফ রিপোর্টারঃ আকর্ষিক বন্যায় ক্ষতিগ্রস্থ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে গত ২২ জুন শুক্রবার বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরন করা হয়।
হাজিপুর ইউনয়নের আজিজুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ শতাধিক বন্যার্তদের মধ্যে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবেরের তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন নিউজ পোর্টালের অন্যতম পরিচালক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সাইদ খান শাওন, ব্যাবসায়ী আবুল কাশেম সমছু, জাহাঙ্গীর আলম, ডেইলি বিডি মেইলের সহ-সম্পাদক এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যাবস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, পরিবারের সদস্য খায়রুল কবির জাফর, আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, আবু রোম্মান চৌধুরী প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সোশ্যাল কেয়ার অব নেশনের সদস্যরা ।
স্বাস্থ্যসেবা প্রদান করেন সিএইচসিপি আব্দুল মোহিত, শেখ মোঃ ইব্রাহীম, আবুল হোসেন, হাসনাত রাহাত, রাজিব কৈরী ।