অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের সুরমা নদীর ষোলঘর পয়েন্টে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার থেকে আজ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
কয়েকদিনের টানা বর্ষণ ও বৃষ্টিপাত এবং সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা, ধনু, জাদুকাটা, রক্তি, চলতি, বৌলাইসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতে পানি বৃদ্ধির কারণে হাওরেও বাড়ছে পানি।
পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকার জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা করছেন তারা। তবে এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে।